সুফিয়া কামাল হলে সাদিক কায়েম এগিয়ে, ২য় অবস্থানে উমামা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২০ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কবি সুফিয়া কামাল হলের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ভিপি পদে বিপুল ভোট পেয়ে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১,২৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৫৪৭ ভোট।
আরও পড়ুন: অমর একুশে হলে সাদিক কায়েমের বড় লিড, আবিদ পেলেন ১৪১ ভোট
তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন, তিনি পান ৪৮৫ ভোট। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান ৪২৩ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
এছাড়া বাগছাসের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ৫৫ ভোট, জামাল উদ্দীন খালিদ পেয়েছেন ৪৭ ভোট এবং ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামীন মোল্লা পান ৭ ভোট।
আরও পড়ুন: অমর একুশে হলের ভিপি রবিউল, জিএস হাসিব
সুফিয়া কামাল হলে এই ফলাফলের পর শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনী উত্তেজনা ও আলোচনা আরও বেড়ে যায়।
এএস