রাজধানীতে পোশাক শ্রমিকদের পুনরায় সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৬ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

বকেয়া বেতন-ভাতা না পেয়ে আবারও সড়ক অবরোধে নেমেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পর রাজধানীর কুড়িলে এ আন্দোলন শুরু হয়।
এর আগে চলতি মাসের শুরুতে একই দাবিতে কুড়িল-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকরা। সে সময় ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেছিলেন। কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ফের আন্দোলনে নামেন তারা।
আরও পড়ুন: শাহবাগে মুখোমুখি ছাত্রদল-শিবির, সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী
শ্রমিকদের অবরোধের কারণে কুড়িল এলাকায় উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০-৬০০ শ্রমিক কুড়িলের ইনকামিং ও আউটগোয়িং সড়ক অবরোধ করে রেখেছেন। এছাড়া এয়ারপোর্ট রোডে ঢাকা-উত্তরা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনেও প্রায় ২০০ শ্রমিক অবস্থান নিয়েছেন। ফলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
এএস