ইউক্রেনের ২৩৮টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:১৯ পিএম, ১২ই সেপ্টেম্বর ২০২৫


ইউক্রেনের ২৩৮টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের ২৩৮টি স্থির-পাখাবিশিষ্ট ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ৯টি রাজধানী মস্কো অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়।


শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা টিএএসএস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে— ‘গত রাতে ডিউটিতে থাকা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ২২১টি স্থির-পাখাবিশিষ্ট মানববিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে। যার মধ্যে ব্রিয়ানস্ক অঞ্চলে ৮৫টি, স্মোলেনস্কে ৪২টি, লেনিনগ্রাদে ২৮টি, কালুগায় ১৮টি, নভগোরোদে ১৪টি, ওরিওল ও মস্কো অঞ্চলে প্রতিটিতে ৯টি, বেলগোরোদে ৭টি, রোস্তভ ও তভের অঞ্চলে প্রতিটিতে ৩টি এবং পস্কভ, তুলা ও কুরস্ক অঞ্চলে প্রতিটিতে ১টি করে ধ্বংস করা হয়’।


আরও পড়ুন: গাজায় নিহত ৭২, ক্ষুধায় আরও জনের মৃত্যু


এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার রাতের বেলায় রাশিয়ার কয়েকটি অঞ্চলের আকাশে ইউক্রেনের ১৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 


বিবৃতিতে উল্লেখ, ‘গত রাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১৭টি স্থির-পাখাবিশিষ্ট মানববিহীন উড়োজাহাজ ধ্বংস করেছে। যার মধ্যে ভোরোনেজ অঞ্চলে ৬টি, বেলগোরোদে ৫টি, ব্রিয়ানস্কে ২টি, কুরস্কে ২টি, লিপেৎস্কে ১টি এবং তামবভ অঞ্চলে ১টি’।


তবে এসব বিষয়ে ইউক্রেনের তরফ থেকে কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।


এসএ/