কলেজ মাঠে মিনি পুকুর, শিক্ষার্থীদের মাছ চাষ!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সরকারি বাঙলা কলেজে প্রধান ফটকের সামনে বৈশাখ মাসের হালকা বৃষ্টিতে পানি জমে যেন মিনি পুকুরে পরিণত হয়েছে। মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না ও চলাফেরায় বিঘ্ন ঘটছে। মাঠের এই বেহাল দশায় দেখে কলেজের সাধারণ শিক্ষার্থীরা এবং কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জমে থাকা পানিতে মাছ অবমুক্ত করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার (২৩ এপ্রিল) অভিরাজ নামের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর টাইমলাইন থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ক্যাম্পাসের প্রবেশ গেটের সামনেই এই মিনি পুকুরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর সেখানেই কলেজের সাধারণ শিক্ষার্থীরা এবং কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ মাছ অবমুক্ত করছেন। এসম উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাহুল, কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন পলাশ, বাঙলা কলেজের ছাত্রলীগ নেতা হাফিজ হাওলাদারসহ আরও অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীরা।
এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে ছাত্র-ছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। কলেজের মাঠের এই অবস্থা দেখে ফেসবুকে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।
ফারুক আহমেদ নামে এক শিক্ষার্থী লিখেছেন, এই মাছ বড় হবে, আমরা আর্থিকভাবে স্বচ্ছল হবো তাহলে হলের গ্যাস সরবরাহ আর বন্ধ থাকবে না।
মাশাদুল হাসান নামে আরেক শিক্ষার্থী কমেন্ট করেছেন, মাছ বড় হলে দাওয়াত দিও।
কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন পলাশ বলেন, সামান্য বৃষ্টিতে মাঠে পানি জমে যায়। এতে করে মশার উপদ্রব বেড়ে গিয়েছে। ছাত্ররা মাঠে খেলতে পারেনা। এ ব্যাপারে কলেজ প্রশাসনের কোন দৃষ্টি নেই। তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমাদের এই প্রতিবাদ।
এছাড়াও ক্যাম্পাসের লেক পরিষ্কার না করায় মশার উৎপাত বেড়েই চলছে। এবার মাঠের পানি জমে থাকায় মশা আরও বৃদ্ধি পাচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে ক্যাম্পাসের শিক্ষার্থীরা ও আশেপাশের এলাকার মানুষজন। এই পানি জমে থাকলে এডিস মশার উৎপাত বাড়তে পারেও বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএ/