জেলের জালে চার মণ ওজনের ভোল মাছ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জেলের জালে চার মণ ওজনের ভোল মাছ

সেন্টমার্টিনে ধরা পড়েছে প্রায় চার মণ ওজনের একটি ভোল মাছ। শনিবার সকালে ডেইল পাড়ার জেলে রশিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

তিনি জানান, শনিবার (২৩ এপ্রিল) সকালে হঠাৎই তার টানা জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটির দাম হাঁকিয়েছেন এক লাখ ৪০ হাজার টাকা। পরে বিক্রি হয় এক লাখ লাখ ২০ হাজার টাকায়।

রশিদ মাঝি বলেন, সেন্ট মার্টিনের প্রাসাদ প্যারাডা পয়েন্টে টানা জাল দিয়ে মাছ শিকার করছিলাম। এ সময় কয়েক দফা চেষ্টা করে একটি মাছও ধরতে পারিনি। 

হতাশ হয়ে ফিরে যাওয়ার আগে শেষ বারের মতো জাল টানলে মাছটি ধরা পড়ে। সাগর থেকে মাছটি উঠাতে অনেকে আমাকে সহযোগিতা করেছেন।

এদিকে উপজেলা মৎস্য বিভাগ জানায়, সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান, তেমনি জেলেরা ভালো দাম পাচ্ছেন।

স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি সেন্ট মার্টিন জেটিঘাটে নেয়া হয়। এ সময় মাছটি দেখতে লোকজন ভিড় জমায়। মাছের ওজন ১৪০ কেজি। 

এসএ/