বশেমুরবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর গবেষণা চুরির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান এইচএম আনিসুজ্জামান এর বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সম্পূর্ণ গবেষণা নকল করার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে থিসিসটির সুপারভাইজার খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল,ওয়াটার এন্ড ইনভায়রনমেন্ট ডিসিপ্লিনের অধ্যাপক ড. জগদীশ চন্দ্র জোয়ারদার জানান, উক্ত শিক্ষক অন্যের গবেষণা নিজের নামে চালিয়ে দিয়েছেন।এ বিষয়ে আমাদের হেড এর কাছে আপনি বিস্তারিত জানতে পারবেন।
এ বিষয়ে সয়েল,ওয়াটার এন্ড ইনভায়রনমেন্ট ডিসিপ্লিনের হেড অধ্যাপক কুদরত এ কিবরিয়া বলেন, প্রথমে তত্বাবধায়ক এমন একটি অভিযোগ দেন। পরবর্তীতে আমরা কয়েকজন মিলে গবেষণা পত্র দু'টি মিলিয়ে দেখি। পার্টিকুলার অংশটি শতভাগ নকল করেছেন বশেমুরবিপ্রবি শিক্ষক আনিসুজ্জামান। পরবর্তীতে আমরা বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি।
অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন বলেন, লিখিত অভিযোগের বিষয়ে উপাচার্যকে জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে কৃষি বিভাগের সাবেক সভাপতি এইচএম আনিসুজ্জামান বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের আরিফ নামে এক শিক্ষার্থী আমার কাছে একটি গবেষণা পত্র প্রকাশ করার জন্য আসে। সে সময় আমি তার ও আমার নামে গবেষণাটি প্রকাশ করি। পরবর্তীতে জানতে পারি সেটি অন্যজনের লেখা। এরপর আমি মেইল করে জার্নাল থেকে গবেষণাটি সরিয়ে ফেলার ব্যবস্থা করি। আমি গবেষণা চুরি করি নি।
এসএ/