৭১ হাজারের স্কুটির নম্বরপ্লেটে গেলো ১৫ লাখ!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


৭১ হাজারের স্কুটির নম্বরপ্লেটে গেলো ১৫ লাখ!

স্কুটি কিনেছেন মাত্র ৭১ হাজার রুপিতে। এরপর সেটাতে বসাবেন পছন্দসই নম্বরপ্লেট। এর জন্য ব্রিজ মোহন নামে একব্যক্তি নম্বরপ্লেটের জন্য খরচ করেছেন ১৫ লাখ ৪৪ হাজার রুপি। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। খবর ইন্ডিয়া টাইমসের।

খবরে বলা হয়, সম্প্রতি রাজ্যের বাড়তি আয়ের ব্যবস্থা করতে বেশ কিছু ভিআইপি নম্বরপ্লেট নিলামে তোলার ঘোষণা দেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। সেই মোতাবেক চন্ডিগড় রেজিস্টারিং অ্যান্ড লাইসেন্সিং অথোরিটির কাছ থেকে নিলামে ০০০১ নম্বরপ্লেটটি কেনেন ব্রিজ মোহন নামে এক ব্যক্তি। নিলামে ভিআইপি ওই নম্বরপ্লেটের জন্য তার খরচ করতে হয়েছে ১৫ লাখ ৪৪ হাজার রুপি।

প্রতিবেদনে বলা হয়, চন্ডিগড় রেজিস্টারিং অ্যান্ড লাইসেন্সিং অথোরিটি মোট ৩৭৮টি লাইসেন্সপ্লেট নিলামে তুলেছিল। এ থেকে তাদের বাড়তি আয় হয়েছে প্রায় দেড় কোটি রুপি। ব্রিজের কেনা ০০০১ নম্বরপ্লেটটি এতদিন হরিয়ানা সরকারের ১৭৯টি গাড়িতে ব্যবহৃত হচ্ছিল, যার মধ্যে মুখ্যমন্ত্রীর গাড়িই ছিল চারটি। কিন্তু মুখ্যমন্ত্রী নম্বরপ্লেটগুলো বিক্রির জন্য দিয়ে দেন এবং নিলামে সেগুলোর ভিত্তিমূল্য পাঁচ লাখ রুপি নির্ধারণ করেন।

এসএ/