ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার হাতে চাচা খুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আবু বক্কর (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।
সোমবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই গ্রামের আলফাজ আলীর ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত সবুজ পলাতক রয়েছেন। তিনি ওই গ্রামের রুকু মিয়ার ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূঁইয়া জানান, বক্করের সঙ্গে তার প্রতিবেশী সবুজের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। তারা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। বিরোধের জেরে সোমবার সকালে সবুজ তার চাচা বক্করকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত সবুজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
এসএ/