কিশোরীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ১


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কিশোরীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর কিশোরী (১৩) গণধর্ষণ মামলার অন্যতম আসামি মিনু রাসেলকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (২৫ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা এলাকা তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভিকটিমের মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত মিনু রাসেল নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার আশরাফ আলীর ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, ভিকটিম গত ১৩ এপ্রিল তার নিজ বাসা থেকে পাশ্ববর্তী দেওভোগের আদর্শনগর এলাকায় নানীর বাসায় বেড়াতে যায়। পরে ১৪ এপ্রিল সেহেরীর সময় নানীর সাথে নিজ বাসায় ফেরার পথে রিফাত (২০) ও সিফাত (২২) ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে মিনু রাসেলের বাসায় নিয়ে যায়। এ সময় ভিকটিমের নানী বাধা দিলে তাকে মারধর করে রাস্তায় ফেলে দেয় তারা।

পরে গ্রেফতারকৃত রাসেল এবং অপর দুই আসামি মিলে ভিকটিমকে ৪ দিন আটকে রেখে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় গত ১৭ এপ্রিল রিফাত (২০)কে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী মিনু রাসেলের বাসা থেকে ভিকটিমকে উদ্ধার করে। 

এ সময়ে রাসেল ও অপর আসামি সিফাত কৌশলে পালিয়ে যায়। সিফাত (২২)কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় র‌্যাব।

এসএ/