জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন জীবন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন জীবন

মধুর এ প্রতিশোধের জন্যই যেন প্রস্তুত ছিল লালদীঘি ময়দানের মঞ্চ। দর্শকদেরও সে কী টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত প্রতিশোধ পূর্ণ করলেন তারিকুল ইসলাম তারেক ওরফে জীবন বলী। চট্টগ্রামের লালদীঘি মাঠে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা প্রতিযোগিতার সবশেষ আসরে ফাইনালে শাহজাহান বলীর কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল জীবন বলীর। এবার শাহজানকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করলেন জীবন বলী।

সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় লালদীঘির মূল সড়কে স্থাপিত অস্থায়ী মঞ্চে কুমিল্লার শাহজাহান বলীকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন জীবন বলী।

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে শুরু হয় শতবর্ষী এ বলীখেলা। প্রতিযোগিতার চার পর্বে (প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল (চ্যালেঞ্জিং বাউট), সেমিফাইনাল ও ফাইনাল) মোট ৭২ জন বলী অংশ নেন।

চূড়ান্ত পর্বে শাহজাহান বলী ও জীবন বলীর মধ্যে সমানে সমান প্রতিযোগিতা হয়। দর্শকরা দুই ভাগে ভাগ হয়ে জীবন বলী ও শাহজাহান বলীর পক্ষে স্লোগান দিতে থাকেন। কেউ কারও কাছে হার মানতে নারাজ, ফাইনালের এমন টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্তে খেলায় দুই দফায় ২ মিনিট করে এবং তৃতীয় দফায় ৩ মিনিট সময় বাড়িয়ে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এস এম রেজাউল করিম।

শেষ তিন মিনিটের দুই মিনিট পার হতেই জীবন বলীর কাছে পরাস্ত হন শাহজাহান বলী। এসময় শাহজাহান বলী মঞ্চে ধরাশায়ী হলে রেফারি জীবন বলীকে হাত উঁচিয়ে চ্যাম্পিয়ন ঘোষণা করেন। ১১০তম আসরে শাহজাহান বলীর কাছেই হেরে রানারআপ হয়েছিলেন জীবন বলী।

চ্যাম্পিয়ন জীবন বলী মঞ্চেই নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, গতবার হেরে গিয়েছিলাম। এবার জয়ী হতে পেরে খুশি লাগছে। আমার ডাক নাম জীবন হলেও মূল নাম তারিকুল ইসলাম তারেক। আমার বাবা আমাকে আদর করে জীবন ডাকতেন। সেই থেকে লোকমুখে আমার নাম জীবন।

এসএ/