আইপিএলে চ্যাম্পিয়ন হয়েও আয় কমলো বেঙ্গালুরুর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৮:৩৯ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

দীর্ঘ ১৮ বছর পর কাঙ্ক্ষিত শিরোপা জিতেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে আইপিএলের সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়ন হলেও আর্থিক দিক থেকে লোকসানের মুখে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শেষ হওয়া অর্থবছরে বেঙ্গালুরু আয় করেছে ৫১৪ কোটি রুপি। যা আগের বছরের তুলনায় ১৩৫ কোটি রুপি কম। ২০২৪ অর্থবছরে তাদের আয় ছিল ৬৪৯ কোটি রুপি। মুনাফার হিসেবে বেঙ্গালুরু ২০২৫ সালে ১৪০ কোটি রুপি লাভ করেছে, অথচ আগের বছর এই অঙ্ক ছিল ২২২ কোটি।
আরও পড়ুন: জাতীয় নারী হ্যান্ডবলে সেমিফাইনালে আনসার ও পুলিশ
শুধু বেঙ্গালুরুই নয়, একই অর্থবছরে আয় কমেছে আইপিএলের আরও দুই ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের।
মুম্বাই ইন্ডিয়ান্সের মূল প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ন্ত্রিত ইন্ডিয়াউইন স্পোর্টস চলতি অর্থবছরে ৮৪ কোটি রুপি মুনাফা করেছে। আগের বছর এই অঙ্ক ছিল ১০৯ কোটি। তাদের মোট আয়ও কমে ৭৩৭ কোটি রুপি থেকে নেমে এসেছে ৬৯৭ কোটিতে।
আরও পড়ুন: বিশ্বকাপ শেষে বিয়ে করতে চান রোনালদো, কোথায় হবে আয়োজন?
অন্যদিকে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক প্রতিষ্ঠান আরপিএসজি স্পোর্ট ২০২৫ অর্থবছরে আয় করেছে ৫৫৭ কোটি রুপি। আগের বছরের তুলনায় এটি ৭২ কোটি রুপি কম। ২০২৪ সালে তাদের মোট আয় ছিল ৬৯৪ কোটি রুপি।
ভারতে অর্থবছর সাধারণত ১ এপ্রিল থেকে পরের বছরের ৩১ মার্চ পর্যন্ত হিসেব করা হয়। সেই হিসাবে আইপিএলের একটি আসর দুই অর্থবছরের মাঝে পড়ে যায়, যা ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেলে।
এএস