লজ্জাজনক পরাজয়ে কেঁদে ফেললেন নেইমার, বরখাস্ত কোচ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০১:৫৭ পিএম, ১৮ই আগস্ট ২০২৫


লজ্জাজনক পরাজয়ে কেঁদে ফেললেন নেইমার, বরখাস্ত কোচ
ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব সান্তোসের লজ্জাজনক পরাজয়ে কেঁদে ফেললেন নেইমার। সোমবার (১৮ আগস্ট) সেরি আ লিগের ম্যাচে ভাস্কো দা গামার কাছে ৬-০ গোল ব্যবধানে হারে সান্তোস। ম্যাচে জোড়া গোল করেন ফিলিপে কোতিনহো।


প্রথমার্ধে ভাস্কো ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হজম করে সান্তোস। গোলদাতাদের তালিকায় ছিলেন ডেভিড, রায়ান রোচা (পেনাল্টি), দানিলো নেভেস এবং কোতিনহো।


আরও পড়ুন: ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি বুলবুল


পরাজয়ের পর নেইমার আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, “আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি ভীষণ হতাশ। সমর্থকদের প্রতিবাদের অধিকার আছে, তবে সেটা সহিংসতা ছাড়া হওয়া উচিত। এটা জীবনের সবচেয়ে লজ্জাজনক অভিজ্ঞতা। কান্না এসেছিল রাগ থেকে, কারণ আমি দলের জন্য কিছু করতে পারিনি।”


এদিকে, বড় পরাজয়ের দায় কাঁধে নিয়ে কোচ ক্লেবার হাভিয়েরকে বিদায় জানালো সান্তোস কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তাকে বরখাস্ত করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।


এএস