ওয়েস্ট ইন্ডিজে নতুন দলে খেলার অভিজ্ঞতা জানালেন সাকিব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৫:৩৪ পিএম, ১৭ই আগস্ট ২০২৫

গত একবছর ধরে জাতীয় দলের বাইরে আছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আলহাসান। দলে না থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব আল হাসানের চাহিদা এতটুকু কমেনি। ৩৮ বছর বয়সেও খেলার প্রতি একই রকম নিবেদন ও পেশাদারিত্ব নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলছেন এই বিশ্বখ্যাত অলরাউন্ডার। বর্তমানে তিনি প্রতিনিধিত্ব করছেন অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস দলের হয়ে।
রবিবার (১৭ আগস্ট) ভোরে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে। আর সেই ম্যাচের আগে ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন অভিজ্ঞ এই বিশ্ব সেরা অলরাউন্ডার।
নিজের সিপিএল ক্যারিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে এই নিয়ে পঞ্চম বা ষষ্ঠ মৌসুম খেলতে এলাম। প্রতিবারই এখানে আসাটা উপভোগ করি। (প্রায় প্রতিবারই) নতুন দল, নতুন অভিজ্ঞতা)। আমি ভীষণ এক্সাইটেড। এবার আমরা শুরুটা তেমন ভালো করতে পারিনি। তবে খুব একটা পিছিয়ে পড়িনি তাতে। এটা একটা লম্বা টুর্নামেন্ট। আশা করি এটা আমার সেরা মৌসুম হবে।’
টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেন্ট কিটসের বিপক্ষে হেরেছিলেন সাকিবরা। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘একটু এদিক সেদিক করে, কয়েকটা ভালো শট খেলতে পারলে ১৬০ রান করার একটা ভালো সুযোগ ছিল আমাদের, যেটা একটা লড়াইয়ের ভালো সুযোগ তৈরি করে দিত। সেটাই এখন ঠিক করতে হবে।’
অ্যান্টিগা দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় বিশ্ব সেরা তরকা সাকিব। এই অভিজ্ঞতা তরুণদের মধ্যে ভাগাভাগি করছেন কি না এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘এখনকার বাচ্চারা অনেক অভিজ্ঞ ওরা খেলায় নতুন কিন্তু আমার ধারণা ওরা এই ফরম্যাটের খেলা এত পরিমাণে দেখেছে যে নিজেদের কর্তব্য সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে ওদের। তবে অবশ্যই আমার নেতৃত্ব দিয়ে যদি দলের জন্য ভালো কিছু করা সম্ভব হয়, আমি অবশ্যই সেটা চেষ্টা করব।
এসডি/