আফিফের কঠিন লড়াই সত্ত্বেও ব্যর্থ হলো বাংলাদেশ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:০০ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


আফিফের কঠিন লড়াই সত্ত্বেও ব্যর্থ হলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ অ্যান্ড টি-টোয়েন্টি লিগের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলো বাংলাদেশ ‘এ’ দল। রবিবার (১৭ আগস্ট) ডারউইনে পার্থ স্কচার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানে থামে টাইগাররা।


টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ছিল ব্যর্থতার। নাঈম শেখ মাত্র ৫ রান করে দ্রুত সাজঘরে ফেরেন। এরপর জিশান আলম করেন ৯ রান এবং সাইফ হাসান আউট হন মাত্র ১ রানে। দলীয় ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।


আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজে নতুন দলে খেলার অভিজ্ঞতা জানালেন সাকিব


এই পরিস্থিতিতে দলের হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব। তিনি এক প্রান্ত ধরে রেখে লড়াই করলেও অন্যপ্রান্তে কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহানরা চেষ্টা করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন।


শেষ পর্যন্ত আফিফের অপরাজিত ৪২ রানের ইনিংস এবং রকিবুল ইসলামের ১৬ রানের ওপর ভর করে মাত্র ১২৩ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ ‘এ’ দল।


এএস