মেসিকে নিয়ে সুখবর, ফিরছেন আগামী ম্যাচেই


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:৩৮ পিএম, ১৬ই আগস্ট ২০২৫


মেসিকে নিয়ে সুখবর, ফিরছেন আগামী ম্যাচেই
ছবি: সংগৃহীত

লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ডানপায়ের মাংসপেশির চোটে মাত্র ১২ মিনিট খেলেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন লিওনেল মেসি। এরপর তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছিল। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের বাকি ম্যাচ কিংবা আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।


তবে সুখবর দিয়েছেন মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো। তিনি জানান, মেসি এখন সুস্থ আছেন এবং বুধবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। যদি কোনো অঘটন না ঘটে, তাহলে আগামীকাল (রোববার) লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে ম্যাচের দলে থাকবেন এই আর্জেন্টাইন সুপারস্টার।


আরও পড়ুন: ওয়াইল্ডকার্ড ক্রিকেটার হিসেবে যুক্তরাষ্ট্রের মাইনর লিগে সাকিব আল হাসান


মাশ্চেরানো বলেন, “লিও এখন অনেক ভালো আছে। দলের সঙ্গেই অনুশীলন করছে। আশা করছি কাল তাকে মাঠে দেখা যাবে।”


রোববার ভোরে এমএলএস ম্যাচে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে গ্যালাক্সির বিপক্ষে মুখোমুখি হবে মায়ামি। প্রথমবারের মতো এ ম্যাচেই ফিরতে পারেন মেসি।


আরও পড়ুন: আফ্রিদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ইরফান পাঠান


এদিকে নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে ইন্টার মায়ামি। মিডফিল্ডার ফেদেরিকো রেদোন্দো যোগ দিয়েছেন স্প্যানিশ ক্লাব এলচেতে, আর গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারও চার্লট এফসিতে নাম লেখানোর পথে। ফলে নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন কোচ মাশ্চেরানো।


তিনি বলেন, “আমাদের দলে হয়তো কিছু নির্দিষ্ট জায়গায় খেলোয়াড়ের প্রয়োজন আছে। তবে সামগ্রিকভাবে দল ভারসাম্যপূর্ণ। হাতে এখনও ট্রান্সফার মার্কেট খোলা আছে, তাই সিদ্ধান্ত আসতে পারে।”


এএস