ওয়াইল্ডকার্ড ক্রিকেটার হিসেবে যুক্তরাষ্ট্রের মাইনর লিগে সাকিব আল হাসান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৪:১০ পিএম, ১৬ই আগস্ট ২০২৫

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি। বর্তমানে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনস দলের হয়ে খেলছেন সাবেক বিশ্বসেরা এ অলরাউন্ডার। এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে নাম লিখিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। আসন্ন মৌসুমে আটলান্টা ফায়ার দলের হয়ে খেলবেন সাকিব।
আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছে আটলান্টা ফায়ার। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
আরও পড়ুন: আফ্রিদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ইরফান পাঠান
বিষয়টি নিশ্চিত করে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে আটলান্টা ফায়ার লিখেছে, ‘আমরা রোমাঞ্চের সঙ্গে ঘোষণা করছি, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগের মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দেবেন।’
পোস্টে সাকিবের বেশ প্রশংসা করেছে আটালান্টা। ফ্র্যাঞ্চাইজিটি আরও লিখেছে, ‘ব্যাটে-বলে একজন গেম চেঞ্জার সাকিবের অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলে যুক্ত হবে। আটলান্টায় তার জাদু দেখতে তৈরি থাকুন।’
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে বাংলাদেশ অনেকটা ধারাবাহিক, ওয়ানডের হিসাব বাকি: সালাউদ্দিন
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট একটি পেশাদার টি-টোয়েন্টি প্রতিযোগিতা। ২০২১ সালে এই টুর্নামেন্ট চালু হয়। এটি মূলত দেশটির মূল ক্রিকেট টুর্নামেন্ট তথা মেজর লিগ ক্রিকেটের ‘ফিডার লিগ’ হিসেবে কাজ করে।
এমএল/