দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরছেন নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:৩১ পিএম, ১৬ই আগস্ট ২০২৫

দীর্ঘ ইনজুরি কাটিয়ে অবশেষে জাতীয় দলে ফিরতে চলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। আগামী মাসে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, বর্তমানে সান্তোসের হয়ে নিয়মিত খেলছেন নেইমার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ আগস্ট ঘোষিত ব্রাজিলের আনুষ্ঠানিক স্কোয়াডে থাকবেন তিনি। ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে শেষ ম্যাচে খেলতে পারেন এই তারকা। মাসের হিসাবে যা প্রায় ২২ মাস পর তার জাতীয় দলে ফেরা হবে।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে বাংলাদেশ অনেকটা ধারাবাহিক, ওয়ানডের হিসাব বাকি: সালাউদ্দিন
২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছিলেন নেইমার। এরপর থেকে জাতীয় দলে তাকে আর দেখা যায়নি। যদিও গত জুনের ফিফা উইন্ডোতে ফেরার সম্ভাবনা ছিল, কিন্তু কোচ কার্লো আনচেলত্তি তখন তাকে দলে রাখেননি।
সাম্প্রতিক সময়ে ব্রাজিল ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পায়। অভিজ্ঞ তারকাদের গুরুত্ব সেখানে স্পষ্ট হয়েছে। তাই নেইমারও ফিট থাকলে আনচেলত্তির পরিকল্পনায় থাকবেন বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ক্রীড়া উপদেষ্টা জানালেন ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ
বর্তমানে কনমেবল বাছাইপর্বে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ব্রাজিল। সমান পয়েন্টে দুইয়ে ইকুয়েডর এবং শীর্ষে আছে আর্জেন্টিনা, যাদের পয়েন্ট ৩৫।
এএস