Logo

ক্রীড়া উপদেষ্টা জানালেন ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ

profile picture
জনবাণী ডেস্ক
১৪ আগস্ট, ২০২৫, ২৪:৫১
329Shares
ক্রীড়া উপদেষ্টা জানালেন ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ
ছবি: সংগৃহীত

ক্রীড়া উপদেষ্টা জানালেন ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ

বিজ্ঞাপন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন ফারুক আহমেদ। কিন্তু কিছু অভিযোগের কারণে মাত্র ৯ মাসের মধ্যে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই সিদ্ধান্তের কারণ জানান।

মঙ্গলবার (১২ আগস্ট) নিউইয়র্কভিত্তিক টেলিভিশন ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের টকশোতে ক্রীড়া উপদেষ্টা বলেন, ফারুক আহমেদ ক্রিকেট পরিচালনার চেয়ে পরবর্তী বিসিবি নির্বাচনে জয়লাভের দিকে বেশি মনোযোগ দিয়েছেন। এ কারণে তাকে সভাপতি পদ থেকে সরানো হয়েছে। এছাড়া গত বিপিএল আয়োজনও এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ফারুক ভাইকে আমরা ক্রিকেটে এনেছিলাম। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এনএসসির কোটায় তিনি পরিচালক হন, পরে বিসিবি সভাপতি নির্বাচিত হন। বোর্ডে আরও ৯জন ডিরেক্টর রয়েছেন। এর মধ্যে ৮জন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন যে, ফারুক আহমেদ স্বেচ্ছাচারিতা করছেন, গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন না, এবং বিপিএল আয়োজনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করেছেন।’

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ আরও জানান, ‘বিপিএল সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির রিপোর্ট ফারুককে সরানোর ক্ষেত্রে মূল নিয়ামক হিসেবে কাজ করেছে। মন্ত্রণালয় জানিয়েছিল যে, রাজশাহী ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিগুলো একটি দল পরিচালনার মতো সক্ষম নয়। দিনশেষে সেই বাস্তবতা সত্য প্রমাণিত হয়েছে। তারা দেশি ও বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে ব্যর্থ হয়েছে, যার ফলে দেশের এবং আন্তর্জাতিক অঙ্গনের মান ক্ষুণ্ণ হয়েছে। এটি কি ব্যর্থতা নয়?’

সাবেক বিসিবি সভাপতির কার্যক্রমকে সরাসরি উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের ক্রমাগত অবনতির মধ্যে দেখা গেছে, ফারুক ক্রিকেট পরিচালনার চেয়ে নির্বাচনে জয়লাভ ও ব্যবসার দিকে বেশি মনোযোগ দিয়েছেন। আমরা গঠনতন্ত্রের বাইরে কিছুই করিনি। মন্ত্রণালয় চাইলে এনএসসির মনোনয়ন প্রত্যাহার করতে পারত এবং আমরা সেই পদক্ষেপ নিয়েছি। নতুন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি বর্তমানে বিসিবি প্রেসিডেন্ট।’

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD