ঐতিহাসিক শিরোপা জিতে যা বললেন মেসি

উত্তর আমেরিকায় প্রথম লিগ শিরোপার স্বপ্ন অবশেষে পূরণ হলো লিওনেল মেসির। তার অসাধারণ পারফরম্যান্সে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে ইন্টার মায়ামি। তিন বছরের অপেক্ষার সফল সমাপ্তি উদ্যাপন করে মেসি জানালেন—এই ট্রফিটাই ছিল তাদের মৌসুমের প্রধান লক্ষ্য।
বিজ্ঞাপন
ফাইনালে সেরা খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) নির্বাচিত হওয়ার পর মেসি বললেন, তিন বছর আগে আমি এমএলএসে আসার সিদ্ধান্ত নেই। আজ আমরা এমএলএসের চ্যাম্পিয়ন হয়েছি—এটা সত্যিই বিশেষ।
দলীয় প্রচেষ্টার প্রশংসা করে আটবারের ব্যালন ডি’অর জয়ী আরও বলেন, আমরা গত বছর লিগ থেকে আগেই বাদ পড়েছিলাম। এবার লক্ষ্য ছিল এমএলএস কাপ জেতা। দীর্ঘ মৌসুমে সবাই কঠোর পরিশ্রম করেছে। এই মুহূর্তের জন্য আমরাও অপেক্ষায় ছিলাম। দল হিসেবে এই ট্রফিটা আমাদের প্রাপ্য।
ফাইনালে ভ্যাঙ্কুভারের বিপক্ষে ইন্টার মায়ামির তিন গোলেই সরাসরি ভূমিকা রাখেন মেসি—দুটি অ্যাসিস্ট আর একটি গোল। এর মাধ্যমে তিনি ক্যারিয়ারের ৪৭তম ট্রফি জিতলেন, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের মাসচেরানোও প্রশংসায় ভাসান মেসিকে। তিনি বলেন, শেষ কয়েক ম্যাচে তার ভূমিকা ছিল অসাধারণ। জয়ের জন্য তার আগ্রহ কতটা প্রবল—এটা সবাই দেখতে পেয়েছে। এখানে সে এসেছে শিরোপা জিততে, আর সেটাই করেছে।
ইন্টার মায়ামির এই শিরোপা জয়ে মেসির উত্তর আমেরিকার ফুটবল অধ্যায় নতুন উচ্চতায় পৌঁছে গেল।








