Logo

পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন ব্রাজিল

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮
9Shares
পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন ব্রাজিল
ছবি: সংগৃহীত

ফুটসাল নারী বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা জিতেছে ব্রাজিল।

বিজ্ঞাপন

রবিবার (৭ ডিসেম্বর) ফিলিপাইনের ম্যানিলার পাসিগ সিটির ফিলস্পোর্টস অ্যারেনায় ফাইনালে ব্রাজিল ৩–০ গোলে পর্তুগালকে পরাজিত করে ইতিহাস গড়ে।

১৬ দিনের প্রতিযোগিতার সমাপনী দিনে প্রায় পাঁচ হাজার দর্শকের সামনে দাপট দেখায় ব্রাজিল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এমিলির গোলে এগিয়ে যায় দলটি। এমিলি গত বছর ফিফা সেরা নারী ফুটসাল খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জয়ের পাশাপাশি এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুটও পান—তার সংগ্রহ সাত গোল ও দুই অ্যাসিস্ট।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে আমানদিনহা ব্যবধান বাড়ান এবং ম্যাচ শেষের মাত্র তিন মিনিট আগে দেবোরা ভানিন তৃতীয় গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন। ব্রাজিল পুরো টুর্নামেন্ট অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে।

সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ওঠা পর্তুগাল রানার্সআপ হয়। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেন ৫-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করেছে। স্পেনের লরা কর্দোবা দুই গোল করেন।

টুর্নামেন্টের সেরা গোলকিপার পুরস্কার জিতে নেন পর্তুগালের আনা ক্যাথারিনা। ব্রাজিল ফেয়ার প্লে অ্যাওয়ার্ড লাভ করে।

বিজ্ঞাপন

ব্রাজিলের কোচ উইলসন সাবোইয়া বলেন, ‘আমি অত্যন্ত খুশি। খেলোয়াড় ও কোচিং স্টাফ—সবাই অসাধারণ। এই জয় দেশজুড়ে স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয়ে ফুটসালের প্রসার ঘটাবে এবং আরও ভালো কোচ ও খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।’

এইভাবে ব্রাজিল ফুটসাল নারী বিশ্বকাপে নিজের অবস্থান শক্ত করেছে এবং ভবিষ্যতে এই খেলার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD