Logo

বিপিএলের ধারাভাষ্য প্যানেলে ইংলিশ কিংবদন্তি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৫, ২১:৫৩
6Shares
বিপিএলের ধারাভাষ্য প্যানেলে ইংলিশ কিংবদন্তি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠছে। এই টুর্নামেন্টের দায়িত্ব পেয়েছে ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি)। আসরের ধারাভাষ্য প্যানেল সাজানোর দায়িত্বও থাকছে তাদের ওপর। এবার ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারকে বিপিএলের ধারাভাষ্য প্যানেলে যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিসিবি এবার একে একে ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করছে। কিছু দিন আগেই ধারভাষ্যকার হিসেবে সমন্বয় ঘোষ ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত করেছিল বিসিবি। এবার তাদের সঙ্গে যোগ হয়েছে ড্যারেন গফের নাম।

ইংল্যান্ডের হয়ে লম্বা সময় খেলেছেন গফ। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত। টেস্টে ৫৮ ম্যাচে ২২৯ উইকেট রয়েছে তার নামের পাশে। ওয়ানডেতে ১৫৯ ম্যাচে ২৩৫ উইকেট। তার দ্রুত গতির বোলিং, লেট সুইং তাকে বিশেষ করে তুলেছে। অবসর নেওয়ার পর ক্রিকেট বিশ্লেষক ও কোচ হিসেবে যুক্ত হয়েছেন বিভিন্ন দলের সঙ্গে।

বিজ্ঞাপন

বিদেশি ধারাভাষ্যকারদের সঙ্গে বাংলাদেশিদের মধ্যে আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার ‍উদ্দিন অমি ও সমন্বয় ঘোষকেও দেখা যাবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD