আফ্রিদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ইরফান পাঠান


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৩:৪৭ পিএম, ১৬ই আগস্ট ২০২৫


আফ্রিদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ইরফান পাঠান
ছবি: সংগৃহীত

রাজনৈতিক টানাপোড়েনের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। তবে আইসিসি ও এশিয়া কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে দুই দেশের লড়াই সবসময়ই আলোচনায় থাকে। মাঠের খেলার মতো মাঠের বাইরেও দুই দেশের সাবেক ক্রিকেটাররা প্রায়ই একে অপরকে ঘিরে মন্তব্য করে থাকেন।


আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে এমনই এক পুরনো ঘটনার কথা প্রকাশ করেছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।


আরও পড়ুন: দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরছেন নেইমার


ইরফান জানান, ২০০৬ সালের সফরে করাচি থেকে লাহোরে যাওয়ার পথে একই ফ্লাইটে ছিলেন দুই দলের ক্রিকেটাররা। সে সময় আফ্রিদি মজা করতে এসে কিছুটা অপমানজনক আচরণ করেন।


এ প্রসঙ্গে ইরফান বলেন, “আফ্রিদি বাচ্চাদের মতো আচরণ করছিল। সে আমার চুল এলোমেলো করে নানা কথা বলছিল। তখন আব্দুল রাজ্জাক আমার পাশে বসে ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, পাকিস্তানে কি কুকুরের মাংস পাওয়া যায়? রাজ্জাক অবাক হয়ে জানতে চাইলো কেন এমন বলছি। তখন আমি বললাম, আফ্রিদি কুকুরের মাংস খেয়ে এসেছে, তাই শুধু ঘেউ ঘেউ করছে।”


আরও পড়ুন: ক্রীড়া উপদেষ্টা জানালেন ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ


ইরফান দাবি করেন, তার এই কথার পর আফ্রিদি আর কিছু বলেননি এবং পুরো ফ্লাইটে চুপ ছিলেন।


উল্লেখ্য, ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ইরফান পাঠান ভারতের হয়ে ২০১২ সাল পর্যন্ত ২৯ টেস্ট, ১২০ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলেছেন। ক্যারিয়ারে তিনি ২৮২১ রান করার পাশাপাশি নিয়েছেন ৩০১ উইকেট। পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ৩৬ ম্যাচ, যেখানে তার সংগ্রহ ৮০৭ রান ও ৬৭ উইকেট।


এএস