যুব বিশ্বকাপের মূলপর্বে জায়গা পেল ১৬ দেশ


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:২১ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


যুব বিশ্বকাপের মূলপর্বে জায়গা পেল ১৬ দেশ
ছবি: সংগৃহীত

আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়েতে বসছে অনূর্ধ্ব-১৯ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের আসর। ইতোমধ্যেই মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মোট ১৬টি দল। সর্বশেষ যুক্তরাষ্ট্র জায়গা নিশ্চিত করেছে আমেরিকা অঞ্চল থেকে।


শুক্রবার (১৫ আগস্ট) আর্জেন্টিনার বিপক্ষে জয় পেয়ে বিশ্বকাপের টিকিট কেটে নেয় যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাট করতে নেমে আর্জেন্টিনা মাত্র ৩৫ রানে অলআউট হয় ১৫.৫ ওভারে। জবাবে যুক্তরাষ্ট্র মাত্র ৬ ওভার ১ বল খেলে সহজ জয় তুলে নেয়।


আরও পড়ুন: চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের


এর আগে গত এপ্রিলেই বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে আফগানিস্তান, জাপান, স্কটল্যান্ড ও তানজানিয়া। স্বাগতিক হিসেবে সরাসরি জায়গা পেয়েছে জিম্বাবুয়ে। যদিও নামিবিয়া সহ-স্বাগতিক হলেও পূর্ণ সদস্য না হওয়ায় খেলতে হয়েছিল বাছাইপর্বে, তবে তারা মূলপর্বে উঠতে ব্যর্থ হয়।


অন্যদিকে গত আসরের শীর্ষ ১০ দল সরাসরি টিকিট পেয়েছে এবারের বিশ্বকাপে। তারা হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।


আরও পড়ুন: মেসিকে নিয়ে সুখবর, ফিরছেন আগামী ম্যাচেই


সব মিলিয়ে ১৬ দল নিয়েই আগামী বছরের আসরে মাঠে গড়াবে যুব বিশ্বকাপ।


এএস