চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:৩০ পিএম, ১৭ই আগস্ট ২০২৫

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর।
টুর্নামেন্টকে সামনে রেখে রবিবার (১৭ আগস্ট) ১৭ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এবার চরম চমক হিসেবে জায়গা হয়নি দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের।
আরও পড়ুন: দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরছেন নেইমার
এশিয়া কাপে দলকে নেতৃত্ব দেবেন সালমান আগা। দলে রাখা হয়েছে সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফেরা গতিময় পেসার শাহিন শাহ আফ্রিদিকে। তবে নিয়মিত দুই অভিজ্ঞ ব্যাটারকে বাইরে রেখে তরুণ ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছে নির্বাচক কমিটি।
ঘোষিত স্কোয়াড নিয়েই আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ঐ সিরিজে পাকিস্তান ছাড়াও অংশ নেবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তান। শারজাহতে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ত্রিদেশীয় প্রতিযোগিতা।
এরপর মাত্র দুই দিন বিরতি নিয়ে আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ। টুর্নামেন্ট চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: ক্রীড়া উপদেষ্টা জানালেন ফারুককে বিসিবি থেকে সরানোর কারণ
এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আরএক্স/