বাফুফের ঘোষিত দেড় কোটি টাকা এখনো পাননি নারী ফুটবলাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:০৮ পিএম, ১৭ই আগস্ট ২০২৫

দক্ষিণ এশিয়ার ফুটবলে আধিপত্য বিস্তার করে গত বছর টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয় করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এই ঐতিহাসিক অর্জনের পর খেলোয়াড়দের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে প্রায় এক বছর পার হলেও এখনো সেই অর্থ হাতে পাননি অধিনায়ক সাবিনা খাতুনসহ দলের ফুটবলাররা।
ফুটবলারদের হাতে কবে এই পুরস্কার দেওয়া হবে, সে ব্যাপারেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাফুফে। অথচ সাবিনারা দেশের নারী ফুটবলকে শুধু দক্ষিণ এশিয়ার গণ্ডিতেই সীমাবদ্ধ রাখেননি; বরং এশিয়ার সর্বোচ্চ আসরে জায়গা করে নিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে মাত্র ১৫ বছর আগে যাত্রা শুরু করা এই দল এখন বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছে।
আরও পড়ুন: যুব বিশ্বকাপের মূলপর্বে জায়গা পেল ১৬ দেশ
এরই মধ্যে গত মাসে বাংলাদেশ জাতীয় নারী দল প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছে। একইভাবে অনূর্ধ্ব-২০ নারী দলও এশিয়ান কাপে খেলবে। এমন অর্জনের পরও পুরস্কারের অর্থ বুঝে না পাওয়া খেলোয়াড়দের জন্য হতাশার।
অন্যদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ঘোষিত পুরস্কারগুলো অনেক আগেই প্রদান করেছে। অথচ যাদের সবার আগে এগিয়ে আসার কথা, সেই বাফুফেই ঘোষণার পর কার্যকর পদক্ষেপ নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
এএস