ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি বুলবুল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১:৪২ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দলের বিশেষ ফিটনেস ক্যাম্প ৬ আগস্ট শুরু হয়ে শেষ হয়েছে। কিছুদিন ঢাকায় স্কিল অনুশীলনের পর আজ সোমবারের অনুশীলন বাতিল করা হয়েছে।
আজই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বৈঠকে উপস্থিত থাকবেন বোর্ডের অন্যান্য পরিচালকরা। বৈঠকে ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন বুলবুল।
বৈঠক শেষে ক্রিকেটাররা সন্ধ্যায় সিলেটের উদ্দেশ্যে বিমান ধরবেন। ২০ আগস্ট থেকে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতি শুরু হবে লাক্কাতুরায়। গত শুক্রবার প্রথমবার পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে অনুশীলন করেছেন লিটন কুমার দাসরা।
আরএক্স/