জাতীয় নারী হ্যান্ডবলে সেমিফাইনালে আনসার ও পুলিশ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮:১৮ পিএম, ১৮ই আগস্ট ২০২৫


জাতীয় নারী হ্যান্ডবলে সেমিফাইনালে আনসার ও পুলিশ
ছবি: সংগৃহীত

জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। সোমবার (১৮ আগস্ট) পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাগুলো শেষে এই দুটি দল শেষ চারে উঠেছে।


‘এ’ গ্রুপে টানা তিন ম্যাচ জিতে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকে বাংলাদেশ আনসার। অন্যদিকে, ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।


আরও পড়ুন: বিশ্বকাপ শেষে বিয়ে করতে চান রোনালদো, কোথায় হবে আয়োজন?


দিনের খেলায় বাংলাদেশ পুলিশ ৩৯-৭ গোলে মাদারীপুরকে হারায়। প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ১৭-৪ গোলে। অপর ম্যাচে বাংলাদেশ আনসার একপেশে লড়াইয়ে ৫৩-৩ গোলে ফরিদপুরকে হারায়। প্রথমার্ধে আনসার দল ছিল ২৫-৪ গোলে এগিয়ে। এছাড়া বিজিবি ৩০-৮ গোলে দিনাজপুরকে পরাজিত করে; বিরতির সময় বিজিবি এগিয়ে ছিল ৭-৬ গোলে।


আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। এ পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ৯টি দল- জামালপুর, নওগাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঢাকা, বগুড়া ও গোপালগঞ্জ।


আরও পড়ুন: এবার আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে যাচ্ছি: জাকের


দুই পর্বের চারটি গ্রুপ চ্যাম্পিয়ন দল নিয়ে ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ফাইনাল হবে ২৫ আগস্ট। পুরো আসরের পৃষ্ঠপোষকতায় রয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।


এএস