বিশ্বকাপ শেষে বিয়ে করতে চান রোনালদো, কোথায় হবে আয়োজন?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭:১৯ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

প্রায় এক দশক ধরে একসঙ্গে পথ চলছেন ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। ২০১৬ সালে মাদ্রিদের একটি বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সময় প্রথম পরিচয় হয় তাদের। সেই থেকে শুরু হওয়া সম্পর্ক এখন পাঁচ সন্তানের অভিভাবকত্ব পর্যন্ত গড়িয়েছে।
সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন রোনালদো ও জর্জিনা। কয়েক দিন আগে জর্জিনাকে দামি ডায়মন্ড রিং উপহার দিয়ে বিয়ের প্রস্তাব দেন রোনালদো, যা সানন্দে গ্রহণ করেছেন জর্জিনা। তবে ভক্তদের সবচেয়ে বড় কৌতূহল- কবে হচ্ছে এই বিয়ে?
আরও পড়ুন: এবার আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে যাচ্ছি: জাকের
স্প্যানিশ টিভি শো দি কোরাজোনে-এর সাংবাদিক আলবার্তো গুজমান জানিয়েছেন, এখনও তারিখ চূড়ান্ত হয়নি। তবে তার ধারণা, ২০২৬ সালের বিশ্বকাপ শেষে, অর্থাৎ ১৯ জুলাইয়ের পরেই হতে পারে বিয়ের আয়োজন। তখন বয়স হবে ৪১, আর সেই আসর দিয়েই রোনালদো বিদায় জানাতে চান আন্তর্জাতিক ফুটবলকে।
বিয়ের ভেন্যু নিয়েও ইঙ্গিত দিয়েছেন গুজমান। তার মতে, অনুষ্ঠানটি সম্ভবত হবে রোনালদোর নিজ দেশ পর্তুগালে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি দলে ফিরতে বাবরের সামনে দুইটি শর্ত
উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ প্রথমবারের মতো তিন দেশে অনুষ্ঠিত হবে- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।
এএস