অবসর নিচ্ছেন ইতালির অধিনায়ক চিলিনি!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অবসর নিচ্ছেন ইতালির অধিনায়ক চিলিনি!

কাতার বিশ্বকাপের কোনো এক ম্যাচে হয়ত অবসরের ঘোষণাটা দিতে চেয়েছিলেন জর্জিও চিলিনি! সেটা হচ্ছে না।  টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নেই ইতালি। সে কারণেই অবসরের জন্য ফিনালিসসিমাকে বেছে নিয়েছেন আজ্জুরিদের অধিনায়ক।

উয়েফা ও কনমেবল দ্বারা আয়োজিত ফুটবল ম্যাচ কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্সের তৃতীয় আসর অর্থাৎ ফিনালিসসিমায় আর্জেন্টিনার বিপক্ষে লড়বে ইতালি। জুনের ১ তারিখে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের ম্যাচটিই নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে নিশ্চিত করেছেন চিলিনি।

ইতালিয়ান অধিনায়ক বলেছেন, ‘ভালো থাকলে খেলা চালিয়ে যাবো। ওয়েম্বলিতে জাতীয় দলকে বিদায় জানাবো। যেখানে ক্যারিয়ারের শীর্ষে পৌঁছেছি। আর্জেন্টিনার সাথে একটি উদযাপনের ম্যাচে আজ্জুরিদের শার্টকে বিদায় জানানোটা দারুণ হবে। জাতীয় দলের হয়ে এটিই হতে যাচ্ছে শেষবার উদযাপন।’

সিরি’আ জায়ান্ট জুভেন্টাসের অধিনায়ক আজ্জুরিদের অন্যতম সদস্য। ২০২০ ইউরোতে ফ্রান্স-ইংল্যান্ড-স্পেনের মতো শক্তিশালী দলগুলো পেছনে ফেলে ইতালিকে ইউরোপ সেরার মুকুট এনে দিয়েছেন চিলিনি। পরপর দুটি বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও আজ্জুরিদের ফুটবল ইতিহাসে স্বরণীয় হয়ে থাকবেন এই ডিফেন্ডার।

ইতালির হয়ে প্রায় দুই দশকের ক্যারিয়ারে ১১৬ টি ম্যাচ খেলেছেন চিলিনি। দেশের ফুটবলে তার চেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে মাত্র চারজনের। ২০০৪ সালে অভিষেকের আটবছর পর ২০১২ সালে আজ্জুরিদের নেতৃত্বে আসেন চিলিনি। ২০০৫ সাল থেকে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের হয়ে ক্লাব ফুটবল খেলছেন এই সেন্টার ব্যাক।

এসএ/