ছোট ভায়ের হাতে বড় ভাই খুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ছোট ভায়ের হাতে বড় ভাই খুন

ঝিনাইদহের কালীগঞ্জে ছোট ভাই হাফিজুরের ছুরিকাঘাতে বড় ভাই ফজলুর রহমান খুন হয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরের উপজেলা বারবাজারে ছোট ভাই হাফিজুরের ওষধের দোকানে এঘটনা ঘটে। তাদের বাড়ি উপজেলার পিরেজপুর গ্রামে। জমি-জাতি ভাগ বাটোয়ারা নিয়েই এই খুনের ঘটনা ঘটেছে বলে থানা পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন। 

খুনের ঘটনাটি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ  আব্দুর রহিম মোল্লা জানান, বারবাজারে ওদের নিজস্ব মার্কেট ও দোকান আছে। এই দোকান ভাগা-ভাগি ও বাড়ি অন্য জমি-জমা নিয়ে ভাই-ভাইয়ের মধ্যে দ্বন্দ। মঙ্গলবার দুপুর দেড়টার সময় ছোট ভাই হোমিও ডাক্তার হাফিজুরে দোকানে বসে দুই ভাইয়ের মধ্যে ভাগা-ভাগি নিয়ে কথা কাটা-কাটি হয় এর একপর্যয়ে ছোট ভাই হাফিজুর কাছে থাকা ছুরি দিয়ে বড় ভাই ফজলুর রহমানের বুকের বাম পাশে আঘাত করলে মারাত্বক আহত হন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শষ্য বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে কর্তরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আপন ভাইকে হত্যার পর অভিযুক্ত হোমিও ডাক্তার হাফিজুর রহমান পালাতক রহেছেন। 

এসএ/