টেপা মাছ খেয়ে পাঁচজন অসুস্থ, একজনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সাতক্ষীরার শ্যামনগরে টেপা মাছ খেয়ে মতিয়ার রহমান খোকন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই কারণে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন ওই পরিবারের আরও চারজন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বংশীপুর গ্রামে এই ঘটনা ঘটে। মতিয়ার রহমান খোকন বংশীপুর গ্রামের মৃত আনছার আলী গাইনের ছেলে।
এছাড়া অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরা হলেন, মতিয়ারের ছেলে সাগর হোসেন (২৫), তার স্ত্রী সিলমি (২০), পাতড়াখোলা গ্রমের মমতাজ খাতুন (৩০) ও তার শিশু সন্তান শাহীন (২)।
মতিয়ার রহমান খোকনের চাচাত ভাই আব্দুল হান্নান জানান, মঙ্গলবার দুপুরে রান্না করা টেপা মাছ দিয়ে খোকনের পরিবারের সদস্যরা একত্রে ভাত খান। বিকেলের দিকে তারা অসুস্থ হয়ে পড়ার পর সন্ধ্যার কিছু আগে তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় অবস্থার অবনতি হলে চিকিৎসকরা অসুস্থ ৫ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সাতক্ষীরা মেডিকেলে যাওয়ার পথে মতিয়ার রহমানের মৃত্যু হয়। এছাড়া অন্যান্যদের অবস্থাও সংকটাপন্ন বলে তিনি দাবি করেন।
ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. জিএম শোকর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএ/