চট্টগ্রাম থেকে সরাসরি জাহাজ যাবে স্পেন-নেদারল্যান্ডসে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চট্টগ্রাম থেকে সরাসরি জাহাজ যাবে স্পেন-নেদারল্যান্ডসে

চট্টগ্রাম বন্দর থেকে এবার সরাসরি স্পেন ও নেদারল্যান্ডসে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। ইউরোপের দেশ দুটিতে সরাসরি তিনটি জাহাজ চলাচলের অনুমতিও দেওয়া হয়েছে। 

আগামী মাসের তৃতীয় সপ্তাহে চট্টগ্রাম থেকে স্পেন ও নেদারল্যান্ডসে সরাসরি কনটেইনারে পণ্য পরিবহনে জাহাজগুলো চালু করবে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান কমোডিটি সাপ্লাইজ এজি। বাংলাদেশে প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে ‘রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস লিমিটেড’। 

প্রাথমিকভাবে তিনটি জাহাজ চট্টগ্রাম থেকে স্পেনের বার্সেলোনা ও নেদারল্যান্ডসের রটারড্যাম বন্দরে সরাসরি রপ্তানি পণ্য পরিবহন করবে। এতে সময় লাগবে ১৯ থেকে ২০ দিন। এখন সিঙ্গাপুর ও কলম্বোতে জটের কারণে ঘুরপথে যেতে সময় লাগছে ৩৫ থেকে ৪০ দিন। জাহাজগুলো চালু হলে রপ্তানি পণ্য ইউরোপে পাঠাতে সময় অনেকটাই কমে যাবে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি ‘কমোডিটি সাপ্লাইজ এজি’তাদের কন্টেইনারবাহী তিন জাহাজ ‘এমভি স্পেসিয়া’,‘এমভি এন্ড্রোমিডা জে’এবং‘এমভি মিউজিক’দিয়ে প্রথম কার্যক্রম শুরু করবে। জাহাজগুলো স্পেনের বার্সেলোনা বন্দর এবং নেদারল্যান্ডসের রটারড্যাম বন্দর থেকে চট্টগ্রামে যাতায়াত করবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. উমর ফারুক সিভয়েসকে বলেন, আগামী মে মাসের তৃতীয় সপ্তাহে সুইজারল্যান্ডভিত্তিক একটি কোম্পানি তিনটি জাহাজ দিয়ে এ কার্যক্রম শুরু করার কথা রয়েছে। এটাও আমাদের জন্য একটা বড় অর্জন। বিশেষ করে আমাদের ব্যবসায়ীরা এখন টাইম শিডিউলের মধ্যে পণ্য রপ্তানি করতে পারবেন। আগে চট্টগ্রাম বন্দর থেকে আগে বাংলাদেশের কন্টেইনারবাহী জাহাজ ইউরোপে যেত শ্রীলঙ্কার কলম্বো বন্দর, সিঙ্গাপুর বন্দর, মালয়েশিয়ার পোর্ট কেলাং ও তানজুং পেলাপাস বন্দর হয়ে। ফলে যথাসময়ে পণ্য পাঠাতে অনিশ্চয়তা তৈরি হতো। এখন ১৯ থেকে ২০ দিনের মধ্যে পণ্য পৌঁছানো যাবে। 

বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে সরাসরি জাহাজ স্পেন-নেদারল্যান্ডসে জাহাজ চালু হবে—এটা আমাদের জন্য সুখবর। এখন একসঙ্গে অনেকগুলো পণ্য ইউরোপে পাঠানো সম্ভব হবে। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। পাশাপাশি আগে আমরা ইউরোপে পণ্য পাঠাতে অনেক সময় লাগতো। এখন সে সমস্যা দূর হবে বলে আশা করি।

জি আই/