কালবৈশাখী ঝড়ে কিশোরী নিহত, হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দিনাজপুরের পার্বতীপুর, নবাবগঞ্জ ও খানসামা উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কমপক্ষে এক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় দেয়ালচাপা পড়ে পার্বতীপুর উপজেলায় এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আম, লিচু ও ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
নিহত কিশোরী পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের শওকত আলীর মেয়ে উম্মে কুলসুম (১৩)।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে পার্বতীপুর, নবাবগঞ্জ ও খানসামা উপজেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে ঘরবাড়ি গাছ-পালাসহ আমলিচু ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মারা যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল ও পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনাস্থল পরিদর্শন করছেন। তারা দেয়ালচাপা পড়ে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জি আই/