আবার সন্ত্রাসের পথে হাঁটলে বিএনপি’র পরিণাম ভয়াবহ হবে: কামরুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা, মিথ্যাচার ও হুমকির জবাবে কোনো বাধা সৃষ্টি করা হয় না। তবে আন্দোলনের নামে বিএনপি যদি আবার সন্ত্রাসের পথে হাঁটে তার পরিণাম হবে ভয়াবহ।
শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম একথা বলেন।
তিনি বলেন, সরকার বিদেশের কাছে ধরনা দিচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগের বিদেশের কাছে ধরনা দেওয়ার প্রয়োজন নেই। শেখ হাসিনা সরকার সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বরং বিএনপি যখন সরকারে ছিল তখন বিদেশ থেকে ভিক্ষা নিয়ে, ঋণগ্রস্ত করেছে বাংলাদেশকে। বর্তমান সরকারের অবস্থান সেটি নয়।
রাষ্ট্রের বিরোধিতা ও দেশের ভাবমূর্তি নষ্ট করার তৎপরতা থেকে বিএনপিকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
এসএ/