লুটপাট ও চাঁদাবাজি রুখতে পিআর পদ্ধতির বিকল্প নেই: মুফতি রেজাউল করিম


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫৭ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


লুটপাট ও চাঁদাবাজি রুখতে পিআর পদ্ধতির বিকল্প নেই: মুফতি রেজাউল করিম
ফাইল ছবি

দেশে চলমান লুটপাট, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।


মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, কাঙ্ক্ষিত বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া আগের ধাঁচের নির্বাচন মেনে নেওয়া হবে না।


আরও পড়ুন: শেখ হাসিনা ও আ.লীগই ভারতের বন্ধু: শামসুজ্জামান দুদু


তিনি সতর্ক করে দিয়ে বলেন, “জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনের ভিত্তি নিশ্চিত না করে জাতীয় নির্বাচন ঘোষণা করায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে।”


রেজাউল করিম আরও অভিযোগ করেন, দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে থাকলেও সংশ্লিষ্ট দায়িত্বশীলরা তা গুরুত্ব দিচ্ছে না। তার মতে, এতে করে জনসাধারণের মনে আরও অনাস্থা ও প্রশ্নের জন্ম নিচ্ছে।


এএস