ঈদের দিন বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঈদের দিনে বজ্রপাতে সারাদেশে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টাঙ্গাইলে তিন কিশোর, হবিগঞ্জে দুজন, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুরে, বাগেরহাটে, নোয়াখালী ও কক্সবাজারে একজন করে মারা গেছেন।
জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল: বজ্রপাতে টাঙ্গাইলের কালিহাতীতে ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরিফ (১৪), ফয়সাল (১৩), রাকিব (৩০)। তারা একই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ঈদের নামাজের জন্য তারা নিউ ধলেশ্বরী নদীতে গোসলে করতে যান। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত অবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ও বিকেলে এ ঘটনা ঘটে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুক আলী ও শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে শাহজাহান মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আর শায়েস্তাগঞ্জের উপজেলার লাদিয়া গ্রামে ধানের জমিতে কাজ করার সময়ে বজ্রপাতে সাবাজ মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা সদরের দুর্গাপুরে এ ঘটনা ঘটে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় জানান, হাসপাতালে আনার আগেই রনি মিয়ার মৃত্যু হয়েছে।
বাগেরহাট: বাগেরহাটের মোংলায় বজ্রপাতে মহির উদ্দিন শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মোংলা উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য অজিত মজুমদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢালিরখন্ড এলাকা থেকে জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন মহির উদ্দিন শেখ।। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর: মেহেরপুরে বজ্র্যপাতে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার ছোট ভায় মন্টু (৪৮) আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক ও মন্টু একই এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ইদের জামাতের উদ্দেশে বাড়ি থেকে বের হয় রাজ্জাক ও মন্টু। পথের মাঝেই বজ্র্যপাতের কবলে পড়েন দুজন। এলাকাবাসীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও মোখলেছুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে বজ্রপাতে শামসুল আলম (৪৯) নামে এক লবণচাষির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিকেলে চৌফলদন্ডী নতুন মহাল মাঝেরপাড়ায় বৃষ্টি থেকে লবণ রক্ষা করতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে তিনি মারা যান বলে জানান ওসি।
নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুই শিশু। আহত দুই জনকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওআ/