ঈদের দিন সড়কে প্রাণ গেল ১৩ জনের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ঈদের দিন সড়কে প্রাণ গেল ১৩ জনের

ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় সারাদেশে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইলে দুজন, সিরাজগঞ্জে একজন, কুমিল্লায় তিনজন, ময়মনসিংহে তিনজন, গাজিপুর, লক্ষ্মীপুর, মাদারীপুর একজন ও মানিকগঞ্জে একজন রয়েছেন।

জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-


টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বিকেলে উপজেলার রুপশান্তি কুচামারা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিরাজগঞ্জের তাড়াশে সেতুর অ্যাপ্রোচে ধাক্কা লেগে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই কিশোর। সন্ধ্যায় উপজেলার তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের ধোপাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে একজন ও প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হন। দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন-উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি কুড়েরপাড় গ্রামের আ. মালেক মাস্টারের ছেলে আল মামুন (২৫), একই উপজেলার আচাঁরগাও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৪) ও ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আ. ছামাদের ছেলে জাকারিয়া মিয়া (২০)।

গাজিপুর: গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (৩ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ৫ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় সিয়াম ( ১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে ) বিকেলে লক্ষ্মীপুর-আলেকজান্ডার সড়কের জমিদারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে রোমান মিনা (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মহিদুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিদুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার সরুন্ডি এলাকার মহিদুর রহমান বাসিন্দা।

ওআ/