বাউফলে ১৪৪ ধারা জারি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বাউফলে ১৪৪ ধারা জারি

পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগ অফিস জনতা ভবনে একই দিন একই সম‌য়ে দলে দুই গ্রুপ সংবাদ সম্মেলন ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মো: আল আমীন বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রা‌তে এ আদেশ জারি ক‌রেন।

এতে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল দশটায় উপ‌জেলা আওয়ামী লীগ অফিস জনতা ভবনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতা‌লেব হাওলাদার ও দপ্তর সম্পাদক ফ‌রিদ আহ‌মেদ পৃথক সংবাদ সম্মেলনের আহবান করেছে। একই সম‌য়ে সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র ক‌রে শা‌ন্তি ভ‌ঙ্গের আশঙ্কা বিদ্যমান রয়েছে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখ‌তে আওয়ামী লীগ অফিস জনতা ভবনের ৫শ’ গজের মধ্যে সকল ধরনের সভা-সমাবেশ পরিহার কল্পে ফৌজদা‌রি কার্যবিধির ক্ষমতা ব‌লে ১৪৪ ধারা জারি করা হ‌য়ে‌ছে।

উক্ত সময়ের ম‌ধ্যে বে-আইনি কোন সমা‌বেশ আ‌য়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আজ সকাল আটটা থে‌কে শুরু হওয়া এ আদেশ কার্যকর থাকবে রাত দশটা পর্যন্ত।

উল্লেখ্য, বাউফল উপ‌জেলা আওয়ামী লীগ সভাপ‌তি সংসদ সদস্য আ.স.ম. ফি‌রোজ ও সাধারণ সম্পাদক উপ‌জেলা চেয়ারম্যান আবদুল মোতা‌লেব হাওলাদারের পক্ষে পৃথক পৃথক কর্মসূচী পালন হ‌য়ে আসছিল। সম্প্রতি এক‌টি অনুষ্ঠানে দলীয় সভাপ‌তি ও সংসদ সদস্য আ.স.ম. ফি‌রো‌জের বিরু‌দ্ধে সাধারণ সম্পাদক মোতা‌লেব হাওলাদার কটু‌ক্তি ক‌রে‌ছেন এমন অভিযোগ এনে ফি‌রো‌জের অনুসারী উপজেলা আওয়ামী লী‌গের দপ্তর সম্পাদক ফ‌রিদ আহ‌মেদ আজ সকাল দশটায় সংবাদ স‌ম্মেলন ডা‌কে দলীয় অফিসে।

অপরদি‌কে, দলীয় সভাপ‌তির বিরু‌দ্ধে স্বেচ্ছাচারিতা ও দলীয় অফিস দখল ক‌রে রাখার অভিযোগে একই সম‌য়ে একই স্থানে সংবাদ সম্মেলন ডাকেন দপ্তর সম্পাদক ফ‌রিদ আহ‌মেদ। যা উত্তেজনা তৈরি করে। উদ্ভূত পরিস্থিতিতে উপ‌জেলা প্রশাসন এই ১৪৪ ধারা জারি ক‌রে।

এসএ/