নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে
ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার
(১৩ জানুয়ারি) ভোরে আড়াইহাজারের ইলমদী বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা
হলেন- সোনারগাঁ বস্তল এলাকার মো মফিজুল, জহিরুল ইসলাম জেসলু ও মো. নবী। তাদের বয়স ২০
থেকে ৩০ এর ঘরে। এর মধ্যে জেসলু একটি লেগুনার মালিক। বাকি দুজন লেগুনার চালক।
বিষয়টি
নিশ্চিত করেছেন আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান।
তিনি
বলেন, আজ ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। তারা সবাই লেগুনার চালক
ছিলেন। তারা আসলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ওআ/