নাটোরে দুই বাসের সংঘর্ষে নিহত ৭, আহত ২০
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নাটোরের বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত অন্তত ২০ জন।
শনিবার (৭ মে) সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় গাজী অটো রাইসমিলের সামনে এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা ন্যাশনাল পরিবহনের বাসের সঙ্গে নাটোর থেকে সিরাজগঞ্জগামী সিয়াম পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এরপর সিয়াম পরিবহনের বাসটি গাজী অটো রাইসমিলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ওআ/