কমলাপুর রেলস্টেশনে কনটেইনারে আগুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজধানীর কমলাপুর রেল স্টেশনে একটি মালবাহী কনটেইনারে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শনিবার (৭ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কমলাপুর স্টেশনের ভেতরে রাখা একটি কনটেইনারে হঠাৎ করে আগুন লাগে। খবর পাওয়ার ১৫ মিনিট পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে ছুটে যায়।
কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিভে যাওয়ার পর এসব বিষয়ে বিস্তারিত জানাবে ফায়ার সার্ভিস।
ওআ/