Logo

ডুয়েটে দিনব্যাপী ইন্ডাস্ট্রিয়াল এক্সপো এন্ড জব ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারী, ২০২৫, ০৬:০৭
32Shares
ডুয়েটে দিনব্যাপী ইন্ডাস্ট্রিয়াল এক্সপো এন্ড জব ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

এটি খ্যাতনামা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে

বিজ্ঞাপন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রির মধ্যে পারস্পরিক সম্পর্ক, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কোলাবোরেশনের জন্য  দিনব্যাপী ইন্ডাস্ট্রিয়াল এক্সপো এন্ড জব ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)  ইন্ডাস্ট্রিয়াল এক্সপো এন্ড জব ফেয়ার- ২০২৫ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল এক্সপো এন্ড জব ফেয়ার-২০২৫ আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ। শুভেচ্ছা বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়াল এক্সপো এন্ড জব ফেয়ার-২০২৫ আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান ।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘এই অনুষ্ঠান শুধুমাত্র একটি ইন্ডাস্ট্রিয়াল এক্সপো ও জব ফেয়ার নয়ম, এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম- যেখানে প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ের ভবিষ্যত নির্মাণ এবং শিল্পের বর্তমান চাহিদা পূরণের বিষয়ে দিক উন্মোচন করবে। এই ইন্ডাস্ট্রিয়াল এক্সপো ও জব ফেয়ার এমন একটি সুযোগ, যেখানে মেধাবী মস্তিষ্কগুলো তাদের উচ্চাশা নিয়ে একত্রিত হতে পারে, যেখানে একাডেমিক শিক্ষা এবং কোম্পানির চাহিদা অনুযায়ী বাস্তব দক্ষতাগুলো একত্রিত হতে পারে এবং ইঞ্জিনিয়ারিং পেশার চমৎকার দিকগুলোতে সফলতার পথ তৈরি হতে পারে। আমাদের শিক্ষার্থীরা যে উদ্ভাবন, গতিশীল ও পরিবর্তনশীল বিশ্বে পা রাখতে চলেছে, তা বোঝারও এটি একটি সুযোগ রাখে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং পরিবর্তনের গতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইঞ্জিনিয়ারিং পেশা দ্রুত পরিবর্তিত হচ্ছে, প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, নবায়নযোগ্য শক্তি এবং স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে দক্ষ পেশাদারের প্রয়োজন এখন আগের চেয়ে অনেক বেশি। আজকের এই প্ল্যাটফর্মে আমাদের সাথে অংশীদার হয়ে আপনারা শুধু আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যত গঠনে সহায়তা করছেন না, আপনি আপনার প্রতিষ্ঠানগুলোকে এমন প্রজন্মের ইঞ্জিনিয়ারদের সাথে সংযুক্ত করছেন- যারা এসব ক্ষেত্রে অগ্রগতি এবং উদ্ভাবন নিয়ে কাজ করবে।’

বিজ্ঞাপন

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজকের দিনটি কয়েক বছরের পরিশ্রম, আবেগ এবং অধ্যবসায়ের চূড়ান্ত ফল। কিন্তু আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই- এটি শেষ নয়, এটি সুচনা মাত্র। এই জব ফেয়ার তোমাদের সামনে এমন একটি অনন্য সুযোগ নিয়ে এসেছে, যেখানে তোমরা নিজেদের দক্ষতা প্রদর্শন এবং ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার তৈরির পরবর্তী পদক্ষেপ নিতে পারবে। এটি খ্যাতনামা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে।’ এ সময় তিনি এমন প্রাণবন্ত ইন্ডাস্ট্রিয়াল এক্সপো এন্ড জব ফেয়ার আয়োজনের জন্য আয়োজক কমিটি ও অংশগ্রহণকারী শিল্প প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘শিল্প ও শিক্ষার এই মেলবন্ধন কেবলমাত্র আমাদের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে না, বরং শিল্প-একাডেমিয়া সহযোগিতার ক্ষেত্রও প্রসারিত হবে। এর মাধ্যমে গবেষণার নতুন ক্ষেত্র তৈরি হবে, যা দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের বিশ্ববিদ্যালয় সবসময়ই বাস্তবভিত্তিক শিক্ষা এবং শিল্পের সাথে গবেষণার সমন্বয়ে দেশের উন্নয়নের পথে অগ্রসর হতে অঙ্গীকারাবদ্ধ । এই ইন্ডাস্ট্রিয়াল এক্সপো তারই একটি দৃষ্টান্ত । আমি আশা করি, আজকের এই আয়োজন থেকে নতুন নতুন ভাবনা ও উদ্ভাবনের জন্ম হবে, যা আমাদের শিল্পখাত এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।’

বিজ্ঞাপন

দিনব্যাপী অনুষ্ঠিত ইন্ডাস্ট্রিয়াল এক্সপো এন্ড জব ফেয়ার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্বনামধন্য ইন্ডাস্ট্রির উর্ধ্বতন দেশি ও বিদেশি কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ ডুয়েট অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটিতে ইনসাইটস্ এন্ড কোম্পানি স্পটলাইটস্ পর্ব, রোবোটিক ইভেন্ট, কালচারাল ইভেন্টসহ পোস্টার প্রেজেন্টেশন হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, দেশের স্বনামধন্য ৫০টির অধিক শিল্প প্রতিষ্ঠান দিনব্যাপী এই ইন্ডাস্ট্রিয়াল এক্সপো এন্ড জব ফেয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই ইন্ডাস্ট্রিয়াল এক্সপো এন্ড জব ফেয়ারের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে শিল্প প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করবে এবং ডুয়েট গ্রাজুয়েটদের নিয়োগসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ইন্ডাস্ট্রির প্রফেশনালদের সঙ্গে বহুমুখী কোলাবোরেশনের সুযোগ সৃষ্টি হবে।

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD