সোহাগ হত্যার প্রতিবাদে উত্তাল বাঙলা কলেজ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫


সোহাগ হত্যার প্রতিবাদে উত্তাল বাঙলা কলেজ
ছবি: প্রতিনিধি

ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে প্রকাশ্যে পাথর দিয়ে নির্মমভাবে খুন হওয়া ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার সরব হল বাঙলা কলেজ ছাত্রদল।


শনিবার (১২ জুলাই) দুপুরে দলটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।


মিছিলটি কলেজের বটতলা থেকে শুরু হয়ে প্রধান সড়ক দিয়ে টেকনিক্যাল ঘুরে একই স্থানে এসে শেষ হয়। ‘চাঁদাবাজি নিপাত যাক’, ‘সোহাগ হত্যার বিচার চাই’, ‘সন্ত্রাসের রক্তচক্ষুকে রুখে দাঁড়াও’এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় গোটা ক্যাম্পাস এলাকা।


আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, ‘মিটফোর্ডের হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা দেখতে পেলাম দেশের সন্ত্রাস ও  চাঁদাবাজি রাজত্ব কতটা ভয়াবহ। সন্ত্রাস-চাঁদাবাজির এই সংস্কৃতি ভাঙতেই হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিচার দেখতে চাই। নইলে ছাত্রসমাজ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।’


সদস্যসচিব হাফিজুর রহমান হাফিজ বলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, আজ তারা হত্যার শিকার হচ্ছে। সোহাগ ভাই তার জীবনের বিনিময়ে বুঝিয়ে দিলেন, চাঁদাবাজি আজ রক্তচোষা ভাইরাস হয়ে দাঁড়িয়েছে। আমরা ছাত্রদল থেকে এই অমানবিক রাজনীতির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ব। আপস নয়, প্রতিরোধই আমাদের পথ।’


বক্তারা অভিযোগ করেন, সাধারণ মানুষ, ব্যবসায়ী কেউই আজ নিরাপদ নয়। সরকারি প্রশ্রয় ও প্রশাসনের নির্লিপ্ততায় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা বেপরোয়াভাবে অপরাধ চালিয়ে যাচ্ছে। বক্তারা বলেন, এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে, তা ভবিষ্যতে আরও ভয়ংকর পরিণতি ডেকে আনবে।


এসডি/