মধ্যনগর দিয়ে প্রবেশ করছে ইন্ডিয়ান গরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা সদরের ভারত সীমান্ত পাড়ি দিয়ে প্রতিনিয়তই প্রবেশ করছে ইন্ডিয়ান ভারতীয় চোরাই গরু।
মধ্যনগর উপজেলার সীমান্তে প্রশাসনিক প্রহরী থাকা সত্বেও প্রতিনিয়তই মধ্যনগর ভায়া হয়ে পৌঁছে যাচ্ছে ভারতীয় চোরাই গরু। এতে মদদে রয়েছে এক শ্রেণীর অসাধু চোরাই ব্যবসায়ীর চক্র।
জানা যায়, সপ্তাহে ২/৩ দিন রাতে মধ্যনগর সুমেশ্বরী নদী হয়ে নৌকা যোগে মধ্যনগর গলইখালী ফেরীঘাটে নৌযান থেকে নামিয়ে মিনিট্রাকে বহনের মাধ্যমে মহাসড়ক রুট যোগে প্রবেশ করে দেশের অভ্যান্তরে।
বুদবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে সরেজমিনে দেখা মিলে তেমনটিই। ১০টি মিনি ট্রাক বোঝাই করে অতিরিক্ত গতিতে চলতে। গনমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি কেহ। এক বৃদ্ধ আমাদের কাগজ ঠিক আছে আমারা মহিষখলা হাট থেকে কিনে আনি বলে চলে যায়।
এসএ/