পাসওয়ার্ড ছাড়াই ব্যবহার করা যাবে অ্যাপল, গুগল ও মাইক্রোসফট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আজকাল অনলাইন দুনিয়ায় পাসওয়ার্ড ছাড়া কোনো কিছুর ব্যবহার চিন্তাই করা যায় না। ফেসবুক থেকে শুরু করে সব সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি অ্যাপল, গুগল এবং মাইক্রোসফট ব্যবহার করতেও প্রয়োজন হয় পাসওয়ার্ড। কিন্তু এখন নাকি পাসওয়ার্ড ছাড়াই ব্যবহার করা যাবে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের সেবাসমূহ।
গত ৫ মে বিশ্ব পাসওয়ার্ড দিবসে এমন ঘোষণা দিয়েছে বিশ্বের ক্ষমতাধর এই তিন প্রযুক্তি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানগুলোর ভাষ্যমতে, তারা এমনই একটি পদ্ধতি নিয়ে আসছে যেখানে পাসওয়ার্ড ছাড়াই তাদের সার্ভিসে লগইন করতে পারবেন। ব্যবহারকারীরা খুব শিগগিরই এই সার্ভিসটি উন্মুক্ত হতে যাচ্ছে।
সব ঠিক থাকলে ২০২৩ সালেই এই পাসওয়ার্ডলেস লগ ইন ব্যবস্থা চালু করবে অ্যাপল, গুগল এবং মাইক্রোসফ্ট। ব্যবহারকারীরা গুগল অথেন্টিকেটর এবং মাইক্রোসফ্ট অথেন্টিকেটর ব্যবহার করে যেকোনো অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন। সেটা জিমেল হোক বা আউটলুক।
এরইমধ্যে টেক প্রতিষ্ঠানগুলো আইওএস, উইন্ডোজ, ক্রেমসএস, ক্রেম ব্রাউজার, এজ, সাফারি ও ম্যাকওএস থেকে পাসওয়ার্ড ছাড়াই লগইন করার পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছে। চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা।
ওআ/