ফুলবাড়ীতে কৃত্তিম পেট্রোল সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পেট্রোল সংকট দেখা দেওয়ায় খোলা বাজারে ১২০ থেকে ১৩০ টাকা লিটার বিক্রি হচ্ছে। ফুলবাড়ী উপজেলায় পেট্রোল পাম্প না থাকলেও সরবরাহ না থাকার অজুহাতে ডিপুতে পেট্রোল বিক্রি হচ্ছে ৯৫ টাকা লিটার। আর এ সুজোগে উপজেলার ৬ টি ইউনিয়নের খোলা বাজারগুলোতে পেট্রোল বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা দরে। শুক্রবার সকাল ও শনিবার দুপুর থেকে এ উপজেলা জুড়ে পেট্রোল সংকট সৃষ্টি হওয়ায় খোলাবাজারে হঠাৎ আকাশচুম্বি দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে মটরসাইকেল চালকরা বেশী বিপাকে পড়েছেন।
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ব্যবসায়ী রেজাউল ইসলাম বন্ধন জানান, বালারহাট বাজারে প্রতি লিটার ১১০ টাকায় ২ লিটার পেট্রোল তার মটরসাইকেলে ভরেছেন। তিনি আরোও জানান, খোলাবাজারেও পেট্রোলের সংকট রয়েছে। প্রায় একই রকম কথা বলেন মোটরযান ব্যবহারকারীর অনেকেই। তারা জানান, এ অবস্থা চললে তাদের ভোগান্তি বেড়ে যাবে।
উপজেলার একই ইউনিয়নের কুরুষাফেরুষা এলাকার জাহাঙ্গীর আলম জানান, সকালে (শনিবার) বাজারে পেট্রোল কিনতে গিয়ে হতবাক হই। প্রতি লিটার পেট্রোল দোকানদার কেউ ১২০ চাচ্ছেন আবার কেউ ১৩০ টাকা চাচ্ছেন।
বালারহাট বাজারের খোলা বাজারে পেট্রোল বিক্রেতা রফিকুল ইসলাম জানান, ‘১১০ টাকা প্রতি লিটার পেট্রোল বিক্রি করছেন তিনি।’
আরেক দোকানদার লিমন মিয়া জানান, ‘সকাল (শনিবার) থেকে লিটার প্রতি ১২০টাকা দরে পেট্রোল বিক্রি করছেন তিনি। কারণ হিসেবে জানান, পাম্পগুলোতে পেট্রোল পাওয়া যাচ্ছে না। মহাজনদের কাছ থেকে ৯৫ থেকে ১১০ টাকা লিটার দরে কিনে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি করছেন তিনি।’
এবিষয়ে ফুলবাড়ী উপজেলা সদরের স্বপন ট্রেডার্সের ম্যানেজার সুশান্ত সেন জানান, ‘সরবরাহ না থাকার প্রতি লিটার পেট্রোল ৯৫ টাকা বিক্রি করছেন তিনি। তিনি আরও জানান দ্ইু এক দিনের মধ্যেই এ সংকট কেটে যাবে বলে আমার বিশ্বাস।’
এ প্রসঙ্গে কুড়িগ্রামের পেট্রোল পাম্প মালিক সমিতিরি ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম জানান, ‘আমরা বাঘাবাড়িতে তেলের লড়ি পাঠিয়ে বসে আছি। সেখানে তেলের যে জাহাজ আসে সেটা এখনো ভেড়ে নি। তাছাড়া রেল পথে যে তেল আসত সেটাও বন্ধ রয়েছে। ফলে কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। কবে নাগাদ এই পরিস্থিতির উত্তরণ ঘটবে সেটাও বলতে পারছি না।,
এসএ/