সিলেটে লেগুনা মালিক ও চালক সংঘর্ষ, আহত ১০


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সিলেটে লেগুনা মালিক ও চালক সংঘর্ষ, আহত ১০

সিলেট ব্যুরো : সিলেট নগরীতে লেগুনার মালিক ও চালক-শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর ধোপাদিঘিরপাড়স্থ ওসমানী শিশু উদ্যানের সামনে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধোপাদিঘিরপারস্থ ওসমানী শিশু উদ্যানের সামনের স্ট্যান্ড দখল নিয়ে লেগুনা চালক ও শ্রমিক-মালিকদের মধ্যে দুপুর থেকে উত্তেজনা দেখা দেয়। পরে দুপুর দেড়টার দিকে লাঠিসোটা নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে আধাঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে উভয়পক্ষের অন্তত ১০ আহত হন। এ সময় দুটি গাড়ির গ্লাসও ভাঙচুর করা হয়। খবর পেয়ে সোবহানীঘাট ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরে ওসমানী শিশু উদ্যানের সামনে থেকে লেগুনা স্ট্যান্ডটি উচ্ছেদ করে পুলিশ। ডিসি আজবাহার আলীর নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে আজবাহার আলী শেখ বলেন, কী নিয়ে সংঘর্ষ এখনও স্পষ্ট নয়। তবে শুনা যাচ্ছে, স্ট্যান্ড দখল নিয়ে দুপক্ষের দীর্ধদিনের বিরোধ রয়েছে।

তিনি জানান, আজ সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন এবং দুজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের পরে ওসমানী শিশু উদ্যানের সামনের লেগুনা স্ট্যান্ডটি উচ্ছেদ করেছে পুলিশ। দুপক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। তবে কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

এসএ/