কিশোরগঞ্জের মিঠামইনে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইনে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক।
মঙ্গলবার (১০ মে) প্রধান অতিথি হিসেবে মিঠামইন উপশাখার কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার মোহাম্মদ আলী চৌধুরী মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির রাব্বানী, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল।
এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরহাদ সরকার, কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. ইলিয়াস উদ্দিন, মিঠামইন উপশাখার ইনচার্জ, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
ওআ/