Logo

ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীদের ঢল, জমজমাট বাণিজ্য মেলা

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জানুয়ারী, ২০২৫, ০৪:০১
31Shares
ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীদের ঢল, জমজমাট বাণিজ্য মেলা
ছবি: সংগৃহীত

দুপুর গড়াতেই জমজমাট হয়ে উঠেছে প্রাঙ্গণ

বিজ্ঞাপন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যত দিন যাচ্ছে, ততই ভিড় বাড়ছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলা প্রাঙ্গণে আসতে শুরু করছেন বিভিন্ন ক্রেতা  দর্শনার্থীরা। দুপুর গড়াতেই জমজমাট হয়ে উঠেছে  প্রাঙ্গণ।

শুক্রবার (১৭ জানুয়ারি) মেলা ঘুরে দেখা গেছে, টিকিট কাউন্টার থেকে শুরু করে প্রবেশ মুখ ও উন্মুক্ত স্থানসহ সর্বত্র ক্রেতা ও দর্শনার্থীর উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়ছে। তবে সবচেয়ে বেশি ভিড় গৃহস্থালি সামগ্রী, শীতের পোশাক ও খাবারের দোকানে। কারণ, এসব স্টলে চলছে বিভিন্ন রকমের অফার। কর্মীরাও হাঁক-ডাকে তুলে ধরছেন নিজেদের পণ্যের কথা। তবে ক্রেতা সামগ্রীর দাম নিয়ে তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বাসাবো থেকে স্ত্রী ও সন্তানসহ মেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী জান্নাতুর রহমান পাপ্পা। তিনি বলেন, সারা সপ্তাহ কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই ইচ্ছা থাকলেও সেভাবে মেলায় আসা হয় না। এ কারণে আজ ছুটির দিনে মেলায় এসেছি। বেশ ভালোই লাগছে এখানে এসে।

বিজ্ঞাপন

জিনিসপত্রের দাম কেমন জানতে চাইলে এ সময় তিনি বলেন, মেলায় জিনিসপত্রের দাম তুলনামূলক একটু বেশিই হয়ে থাকে। তবে খুব একটা বেশি নয়। ক্রেতাদের সাধ্যের মধ্যেই আছে সবকিছু।

বিজ্ঞাপন

বাংলামটর থেকে বন্ধুদের নিয়ে মেলায় এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম মুনতাজ শুভ। তিনি বলেন, অন্যান্য দিন ভার্সিটি-ক্লাস থাকাই মেলায় আসতে পারি না। তাই আজ শুক্রবার ৬-৭ জন বন্ধু-বান্ধবি মিলে এখানে এসেছি। বেশ দারুণ সময় কাটছে আমাদের। এবার অনেক কিছুই কিনবো বলে ঠিক করেছি। ইতোমধ্যে কয়েকটা স্টলও ঘুরেছি। দাম মোটামুটি সাধ্যের মধ্যে।

বিজ্ঞাপন

এ বিষয়ে একাধিক বিক্রেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাদের মধ্যে আকাশ নামে এক বিক্রেতা বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ ক্রেতাদের ঢল নেমেছে। কেনাবেচাও বেশ জমজমাট। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়বে। সেই সাথে বাড়বে কেনাবেচাও।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩৬২টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এর মধ্যে ৩৫১টিই দেশীয় প্রতিষ্ঠানের স্টল-প্যাভিলিয়ন। বাকি ১১টি স্টল ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া—এই ৭ দেশের।

বিজ্ঞাপন

মাসব্যাপী এ মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলছে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের কার্ড দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD