যে তিন শর্তে কারামুক্ত হলেন সম্রাট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দুদকের করা অবৈধ সম্পদের মামলায় জামিনের মধ্যদিয়ে কারামুক্তি পেলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। বুধবার (১১ মে) বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সম্রাটের পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে তাকে জামিনে মুক্ত করা হয়।
এরআগে, কেন্দ্রীয় কারাগার থেকে কারা কর্মকর্তা জামিনের কাগজ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সিসিইউতে চিকিৎসাধীন থাকা সম্রাটের কাছে নিয়ম-কানুন মেনে তাকে জামিনে মুক্ত করেন।
বুধবার (১১মে) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের এ আদেশ দেন।
এরআগে গত ২৮ এপ্রিল ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত তার জামিন নামঞ্জুর করেন।
যে তিন শর্তে সম্রাটকে জামিন দিয়েছেন আদালত। শর্তগুলো হচ্ছে, অসুস্থতা বিবেচনায়, বিদেশে যাওয়া না শর্তে এবং প্রতিটি ধার্য তারিখে সশরীরে হাজিরা শর্তে জামিনের আদেশ দেন বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট হাবিবুর রহমান।
সম্রাটের পক্ষে আরেক আইনজীবী মাহবুবুল আলম দুলাল জানান, এই মামলায় জামিন হওয়াতে সম্রাটে কারামুক্তি পেতে আর কোন বাধা থাকলো না। আজকে বিকেলে নাইতো, আগামীকালকে কারামুক্তি হবে বলে তিনি আশা করেন।
সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। মামলা চারটি হলো- অস্ত্র, মাদক, অর্থপাচার এবং দুদকের দায়ের করা মামলা। বর্তমান সব মামলায় তিনি জামিন পেয়েছেন।
এসএ/